তারুণ্যের উৎসব, ২০২৫ উপলক্ষে আজ ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ জেলা প্রশাসন, লক্ষ্মীপুর এর উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজে ‘তারুণ্যের ভাবনায় আগামীর মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক একটি মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব সুব্রত সরকার শুভ, সহকারী পরিচালক, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সম্রাট খীসা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আজিম উদ্দিন সহ অতিথীবৃন্দ। সেমিনারে আলোচক ও শিক্ষার্থীবৃন্দ মাদকমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকার বিষয়ে গুরুত্বারোপ করেন। সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে একটি মাদকবিরোধী স্পট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস