বিস্তারিত
১৯ /০৯/২০২২ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় লক্ষ্মীপুর এর সহকারী পরিচালক মহোদয়ের সার্বিক তত্বাবধানে উপ-পরিদর্শক জনাব প্রভাত চন্দ্র মিস্ত্রী এবং জনাব আল-মাসুদ এর নেতৃত্বে রেইডিং টিম গঠন করে কমলনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ মিরাজ ( ২৩) , পিতা-মহরম আলী, সাংঃচর পাগলা ০৮ নং চর কাদিরা ওয়ার্ড , থানা- কমলনগর ,জেলা- লক্ষ্মীপুরকে ০১(এক) কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করে।
এবং অপর আসামী নামঃ মোঃ হোসেন, পিতাঃ
মৃত আলী আহাম্মদ সাংঃ চর পাগলা ০৮ নং চর কাদিরা ওয়ার্ড , থানা- কমলনগর ,জেলা- লক্ষ্মীপুরকে ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে।
উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় লক্ষ্মীপুর এর উপ-পরিদর্শক জনাব প্রভাত চন্দ্র মিস্ত্রী এবং জনাব আল-মাসুদ বাদী হয়ে কমলনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি নিয়মিত মামলা রুজু করেন।