শিরোনাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০(দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক পাচারকারী গ্রেফতার
বিস্তারিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০(দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক পাচারকারী গ্রেফতার
=====================================
আসামীদ্বয় এর নাম ও ঠিকানা: ১। মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা: মোঃ বাবুল মিয়া, মাতা: মোছাঃ বেবি আক্তার, সাং-ছিনাইয়া, ডাকঘর: কালিকাপুর-৩৫০০, থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা ২। মোঃ নুরুজ্জামান প্রকাশ বাবলু মিয়া (৭২), পিতাঃ মৃত নূর মোহাম্মদ, মাতাঃ মৃত আমোনা বিবি, সাং- পূর্ব হিংগুলী (হোসেন মিস্ত্রি বাড়ী),
থানা:মীরশরাই, জেলা: চট্টগ্রাম
ঘটনাস্থল: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী পশ্চিম বাজারস্থ মায়ের দোয়া মোটরস নামীয় দোকানের সামনে রাস্তার দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর যাত্রীবাহী বাস তল্লাশী করে সিটে বসা অবস্থায় আসামীদ্বয়ের নিকট হতে আলামত প্রাপ্ত, জেলা: লক্ষ্মীপুর।
ঘটনার তারিখ ও সময়: ১২/০৭/২০২৫ খ্রি. সময়: ১৩:০০-১৩:৫০ ঘটিকা।
আলামত: একটি বড় ট্রাভেল ব্যাগের ভিতর কসটেপ দ্বারা পলিথিনে মোড়ানো গাঁজার পোটলা চারটি প্রতিটিতে ২.৫ কেজি করে মোট = ৪*২.৫= ১০ (দশ) কেজি এবং বাটন মোবাইল সেট- ০২টি।
গ্রেফকারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের পরিদর্শক জনাব আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১/২৬(১) ধারায় চন্দ্রগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।