শিরোনাম
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বিস্তারিত
অদ্য ২২/১২/ ২০২৪ খ্রি. তারিখ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর যৌথ আয়োজনে জেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সদর, লক্ষ্মীপুর মাঠ প্রাঙ্গনে সদর উপজেলা একাদশ ও কমলনগর উপজেলা একাদশের মধ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার মহোদয়।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা
প্রশাসক(সার্বিক), উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার সদর ও কমলনগর, জেলা ক্রীড়া অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
টান টান উত্তেজনার প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে জয়লাভ করে সদর উপজেলা একাদশ। সকল অতিথিগণ যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বারোপ করেন।
ম্যাচ শেষে উভয় দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়।