লক্ষ্মীপুরে ২২৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর।
ঘটনার তারিখ ও সময় ১৮/০৯/২০২৪ ইং, সময়: ১৯:০০-১৯:৩০ ঘটিকা।
ঘটনাস্থল: রায়পুর থানাধীন বামনী ইউপির সাইচা গ্রামস্থ আব্বাস আলী চৌধুরী বাড়ীর আসামীর নিজ দখলীয় বসতঘর, থানাঃ রায়পুর, জেলা- লক্ষ্মীপর।
আসামীর নাম ও ঠিকানা ১. আলতাফ হোসেন মিন্টু প্রকাশ মিঠু (৫০)-গ্রেফতার, পিতা-মৃত আমির হোসেন, মাতা- আলতাবের নেছা, সাং-সাইচা ০৭ নং ওয়ার্ড, ০৭ নং বামনী ইউপি, থানা-রায়পুর, জেলা- লক্ষ্মীপুর।
আলামত : ইয়াবা ২২৮ (দুইশত আটাশ) পিস।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর উপপরিদর্শক জনাব প্রভাত চন্দ্র মিস্ত্রী বাদী হয়ে রায়পুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
রায়পুর থানার মামলা নংঃ ১০
মামলা দায়েরের তারিখঃ ১৮/০৯/২০২৪ ইং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস