অদ্য ০৭/০৯/২০২২ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,লক্ষ্মীপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সামছুল আলম,সহকারী পরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,লক্ষ্মীপুর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব উত্তম কুমার সাহা। সভায় উপস্থিত অতিথিগন মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস