Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
তথ্য মেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর অংশগ্রন ও মাদকবিরোধী প্রচার-প্রচারণা, গণস্বাক্ষর কর্মসূচী, শর্টফিল্ম প্রদর্শন এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতার আয়োজন
Details
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুর এর আয়োজনে তথ্য মেলা, ২০২৫ উপলক্ষে ২২-২৩ জানুয়ারি ২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর কর্তৃক একটি স্টলে মাদকবিরোধী প্রচার-প্রচারণা, গণস্বাক্ষর কর্মসূচী, শর্টফিল্ম প্রদর্শন এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
তথ্য মেলার প্রথম দিন ২২ জানুয়ারি, ২০২৫ জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার, লক্ষ্মীপুর ও জনাব মোঃ জসীম উদ্দিন, উপপরিচালক (স্থানীয় সরকার), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর লক্ষ্মীপুর জেলার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টলটি পরিদর্শন করেন এবং গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন। 
তথ্য মেলার দ্বিতীয় দিন ২৩ জানুয়ারি, ২০২৫ লক্ষ্মীপুর জেলার সকল সরকারী দপ্তর প্রধানদের নিয়ে আয়োজিত ‘সেবাদাতা ও সেবা গ্রহিতাঃ প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ক নাগরিক ভাবনা বিষয়ে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব সুব্রত সরকার শুভ, সহকারী পরিচালক, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর। বক্তব্য শেষে উপস্থিত সেবাগ্রহীতা ও তরুণ প্রজন্মের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। 
মেলার শেষ দিনে উপস্থিত শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের মধ্যে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং দুটি গ্রুপে মোট ১০০ জন কুইজের বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
Attachments
Publish Date
23/01/2025
Archieve Date
31/03/2025