Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০(দশ) কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার
Details
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর  কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০(দশ) কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার
===================
আসামীর নাম ও ঠিকানা: মোঃ জামাল হোসেন(৪০)
পিতা- মৃতঃ বাচ্চু মিয়া, মাতা- বানু বিবি, সাং- বিষ্ণপুর, ১২ নং ওয়ার্ড, জোড়কানন ইউপি, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা। 
ঘটনার তারিখ ও সময়: ২৮/১০/২০২৪ খ্রি., সময়- ২২:৩০-২৩:০০ ঘটিকা।
আলামতের বিবরণঃ একটি ট্রাভেল ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতর তিনটি পোটলায় মোট ১০(দশ) কেজি গাঁজা।
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১৯(খ)/২৬। 
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে২৮/১০/২০২৪ খ্রি. তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর পরিদর্শক জনাব মো: আব্দুর রহিম এর নেতৃত্বে একটি রেইডিং টিম লক্ষ্মীপুর সদর থানাধীন উত্তর তেমুহনী পুলিশ বক্সের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে  মোঃ জামাল হোসেন(৪০) নামের একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতর তিনটি পোটলায় মোট ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মো: জামাল হোসেন (৪০) এর  বিরুদ্ধে পরিদর্শক জনাব মো: আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১৯(খ)/২৬ ধারায় লক্ষ্মীপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
Images
Attachments
Publish Date
28/10/2024
Archieve Date
31/12/2024