Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
রামগঞ্জে ০১ (এক) কেজি গাঁজা ও ১টি 765 R.N.D MADE IN USA NO.77 পিস্তল সহ এক ব্যক্তি গ্রেফতার
Details
২৭-০২-২০২৩ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর  সহকারী পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব প্রভাত চন্দ্র মিস্ত্রী এর নেতৃত্বে ডিএনসি লক্ষ্মীপুর টিম রামগঞ্জ থানাধীন নন্দনপুর, ৫নং ওয়ার্ড, রামগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা  করে আসামী মোঃ আশরাফ হোসেন রাজু (২৮)
পিতাঃ মোঃ মিজানুর রহমান সাংঃ নন্দনপুর, থানাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষ্মীপুর কে গাঁজা ০১ (এক) কেজি ও পিস্তল ১টি 765 R.N.D MADE IN USA NO.77 এবং নগদ ৪৭০০ (চার হাজার সাতশত) টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন। পরবর্তীতে উপপরিদর্শক জনাব প্রভাত চন্দ্র মিস্ত্রী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র বিষয়ে রামগঞ্জ থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করেন।
Images
Attachments
Publish Date
26/02/2023
Archieve Date
01/04/2023