Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
৩০০ গ্রাম গাঁজা সহ এক গাঁজা ব্যবসায়ী আটক
Details

গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০/১০/২০২২ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় লক্ষ্মীপুর এর  সহকারী পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে ডিএনসি লক্ষ্মীপুর টিম সমসেরাবাদ ৪নং ওয়ার্ড  এলাকায়  অভিযান পরিচালনা করে  নামঃ মোঃ জামাল হোসেন(৩৭) পিতাঃ মনু  মিয়া, সাংঃ দক্ষিণ বাঞ্ছানগর ৪নং ওয়ার্ড,উপজেলাঃসদর লক্ষ্মীপুর,জেলাঃলক্ষ্মীপুর  কে ৩০০ গ্রাম গাঁজা  সহ হাতে নাতে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে উপপরিদর্শক জনাব প্রভাত চন্দ্র মিস্ত্রী বাদী হয়ে  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Images
Attachments
Publish Date
20/10/2022
Archieve Date
26/01/2023